ঈশ্বরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫

আব্দুল্লাহ জোবায়ের ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় টাইফয়েড প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

জানা যায়, চলতি ক্যাম্পেইনে ঈশ্বরগঞ্জ উপজেলায় মোট ১লক্ষ ১৭ হাজার ৮শ ৯৩জন শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদেরকে বিনামূল্যে কনজুগেট টাইফয়েড ভ্যাকসিন (TCV) প্রদান করা হবে। শিশুদের টিকা গ্রহণের জন্য অভিভাবকদের vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে এবং সেখান থেকে টিকা কার্ড সংগ্রহ করতে হবে।টিকাদান কার্যক্রম পরিচালিত হবে শিক্ষা প্রতিষ্ঠান ও নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্রগুলোতে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। এসময় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে মূল আলোচনা উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এমওডিসি ডা. মিনহাজুল ইসলাম।

এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ইলিয়াস খান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুক্তা আক্তার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. আব্দুল আউয়াল প্রমুখ।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, টাইফয়েড প্রতিরোধে এক ডোজ টিকাই যথেষ্ট, যা প্রায় ৮৫ শতাংশ শিশুকে এই মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে সুরক্ষা দিতে সক্ষম। স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানান, টাইফয়েড হলো সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট একটি সংক্রামক রোগ, যা প্রধানত দূষিত খাবার ও পানি গ্রহণের মাধ্যমে ছড়ায়। বর্তমানে এই ব্যাকটেরিয়া অনেক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে, ফলে সময়মতো টিকা গ্রহণের গুরুত্ব আরও বেড়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ ঈশ্বরগঞ্জের সকল অভিভাবককে সময়মতো টিকা নিবন্ধন ও গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।

মন্তব্য করুন