গফরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সাড়ে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫

আশরাফ আলী ফারুকী 

ময়মনসিংহের গফরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।

উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে মোট পাঁচ হাজার ছয়’শ মিটার কারেন্ট ও দুয়ারী জাল উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় একদল জেলে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরছিল। অভিযান টের পেয়ে তারা পালিয়ে যায়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন জানান, নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী এসব অভিযান চলমান থাকবে। মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কেউই ছাড় পাবে না।”

মন্তব্য করুন