

আব্দুল্লাহ জোবায়ের ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জউপজেলায় এক ব্যক্তির লাশের ময়নাতদন্ত নিয়ে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।
সোমবার উপজেলার উচাখিলা ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাতে চাইলে গ্রামবাসী বাধা দেয়। তাদের দাবি, মজনু মিয়া অসুস্থতার কারণে মারা গেছেন। তাই ময়নাতদন্তের প্রয়োজন নেই।
স্থানীয় এলাকাবাসী ও উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম জানান, মজনু মিয়া রবিবার সকালে নিজের কৃষি জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজ হন। পরদিন সোমবার সকালে একই এলাকার এক ছেলে খালে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে লাশ দেখতে পায়। বিষয়টি স্থানীয় লোকজন ও পরিবারকে জানালে স্বজনরা নিহত মজনু মিয়ার মহদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরিবারের লোকজন জানায় মজনু মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ প্রেশার ও বিভিন্ন শারিরীক সমস্যায় ভোগছিলেন।
তাদের ধারণা অসুস্থতার কারণে মারা গেছেন। তাই এলাকায় মাইকিং করে দুপুর দুইটায় জানাযার সময় নির্ধারণ করে। খবর পেয়ে পুলিশ দাফন কাজে বাঁধা প্রদান করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় লোকজন ময়নাতদন্তের বিপক্ষে ও থানা পুলিশ ময়নাতদন্তের পক্ষে এ নিয়ে পুলিশ গ্রামবাসীর মাঝে বাকবিতণ্ডা চলছে বলে জানান ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান।
তিনি আরো জানান, আমরা লাশ ময়নাতদন্ত ছাড়া ছেড়ে দিতে পারি না। প্রাথমিকভাবে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু মনে হলেও আইন অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।