৬ষ্ট শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা। 

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫

আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ 

ময়মনসিংহ নান্দাইলে আজ ৩১ আগষ্ট রোজ রবিবার সকাল অনুমানিক ৮ টা ৩০ মিনিটের সময় নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় স্কুলে ছাত্রী পড়ার জন্য স্কুলের গেইটের কাছে আসতেই ধর্ষক কবির হোসেন (৩৭) পিতা মৃত আব্বাস আলী গ্রাম বারুই গ্রাম ওয়ার্ড ৬ ইউনিয়ন চন্ডীপাশা। কোলে উঠাইয়া স্কুলের ২য় তলার দিকে নিয়ে যাইতে থাকে এবং তাকে স্কুলের ছাদে নিয়ে যায়। তার পরনের কাপড় খুলতে থাকে এবং জোড় করে মুখে চেপে ধরে রাখে। ধর্ষকের গঠনা একজন পথিক দেখে ফেলে এবং ডাক চিৎকার করলে আলম নামে একজন দোকানদার আসে দোকানদার আলম সাথে আরও কিছু লোক নিয়ে যায়। ধর্ষক কবির গঠনাটি কাওকে না বলতে দোকানদার আলমকে দুই হাজার টাকা দেওয়ায় কথা বলে ধর্ষক কবির দোকানদার আলম সাধারণ জনতাকে ডেকে তাকে বিদ্যূৎতের খুঁটি সাথে বেধে রাখে রাখে। গঠনাটি জানা জানি হলে সাধারণ জনতা উপচে পরা ভিড় করে। সংবাদ পেয়ে নান্দাইল মডেল থানায় ধর্ষক কবিরকে নিয়ে আসে। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার

ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ কাছে জানতে চাইলে তিনি বলেন তাকে বিচারের আওতায় আনার কার্যক্রম চলছে।

মন্তব্য করুন