

আব্দুল্লাহ জোবায়ের প্রতিনিধি ময়মনসিংহ
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা।
শনিবার (৩০ আগস্ট) সকালে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার।
তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শিহাবুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলার আমির মাও. মঞ্জুরুল হক হাসান
( সংসদ সদস্য ময়মনসিংহ -৮),
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলার সভাপতি শফিকুল ইসলাম হামিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক নূরে আলম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. নাঈম তাজওয়ার বলেন, সৎ, আদর্শ, দেশপ্রেমিক ও দক্ষ নাগরিক তৈরির জন্য মেধাবীদের যথাযথ মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাকে সম্মান করে না, সে জাতি কখনও অগ্রসর হতে পারে না।
সভাপতির বক্তব্যে শিহাবুল ইসলাম বলেন, মেধাবীদের উৎসাহিত করতে আজকের এই আয়োজন। ছাত্রদের কৃতিত্বের পেছনে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও আদর্শিক দিক থেকেও শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন আমরা চায় এদেশের প্রতিটি ছাত্র যেনো সৎ দক্ষ নাগরিক হিসেবে তৈরি হয়, ছাত্রদের যে বর্তমান নৈতিক অবক্ষয় চলছে তা নিরসনের জন্যই আমরা কাজ করে যাচ্ছি
এসময় অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।