তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনে ৫ জনের বিনাশ্রম কারাদণ্ড, মাছ শিকারে ১ জনের জরিমানা

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

এম সালমান আহমদ সুজন, সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর নদীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন এবং নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বুধবার (২৭ আগস্ট ২০২৫) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তুন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাহিরপুর থানা পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচজনকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে তাদের প্রত্যেককে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, তাহিরপুর উপজেলার বদরপুর গ্রামের ফজর আলী (৫০), পিতা- আব্দুল লতিফ, আমবাড়ি গ্রামের আব্দুর রশিদ (৩১), পিতা- আলকাছ মিয়া, হলহলিয়া চরগাঁও গ্রামের মিষ্টান নুর (২৮), পিতা- আব্দুল হাই, আমতৈল গ্রামের মিয়া চান (২২), পিতা- জহির মিয়া একই গ্রামের জাহাঙ্গীর আলম (২৮) মৃত কালা মিয়া।

এছাড়া একই অভিযানে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে আরও একজনকে আটক করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী তাকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু বলেন,

কর্মস্থলে যোগদানের পর এটি আমার প্রথম মোবাইল কোর্ট অভিযান। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার রোধে আমরা সবসময় সতর্ক অবস্থানে আছি । আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এসব অপরাধের বিরুদ্ধে যে কোন সময় কঠোর অবস্থান নেওয়া হবে।

মন্তব্য করুন