তাহিরপুরে রাস্তার বেহাল অবস্থায় যান চলাচল হুমকির পথে

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের তাহিরপুর-বাদাঘাট জামালগড় সড়কের বেহাল দশা। তাহিরপুর জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ হতে তাহিরপুর থানা ব্রীজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক ভাঙ্গা।

সড়কে গাড়ি চলে হেলেদুলে। সড়কের মাঝে ভেঙে বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে ।

রাস্তা দিয়ে প্রতিনিয়তই আসা-যাওয়া করছে ব্যাটারি চালিত অটোরিকশা, মোটর সাইকেলসহ ছোট-বড় যানবাহন। ভাঙা সড়কে চলাচল করতে গিয়ে রিকশা ও অটোরিকশার যাত্রীরা যেমন নাকাল হচ্ছেন, তেমনি প্রায়ই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে রাতে এই সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির কোথাও দুই পাশের মাটি সরে মাঝ সড়কে ভাঙ্গন সৃষ্টি হয়েছে।

তাহিরপুর জয়নাল আবেদীন ডিগ্রী কলেজ টাকাটুকিয়া হতে থানা ব্রীজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। এ নিয়ে ভোগান্তি পোহাতে হয় এ রাস্তা দিয়ে যাতায়াতকারী ব্যক্তিদের। রাতে এ সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলে জানালেন একাধিক অটোচালক।

অটোচালক হাবিবুল্লাহ বলেন, এই সড়কে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। আমরা এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি। ভাঙা রাস্তার কারণে গাড়ি প্রায়ই বিকল হয়ে যায়। বেশির ভাগ রাস্তা ভেঙে যাওয়ার কারণে অটো থেকে যাত্রীদের নামিয়ে তারপর ভাঙ্গা পাড় হতে হয়। রাতে চলাচল করতে খুবই কষ্ট হয়।

পথচারী মামুনুর রশীদ বলেন, বাদাঘাট হতে তাহিরপুর উপজেলা শহরে যেতে এ রাস্তা দিয়ে যেতে হয় অনেক কষ্ট পোহাতে হয়। হাঁটতে গেলেই হোঁচট খেতে হয়। এ রাস্তাটি অতিদ্রুত মেরামত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা।

এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান জুনাব আলী সমকালের কন্ঠ নিউজকে বলেন, রাস্তাটির অনেক খারাপ অবস্থা। এটি মেরামত করার বিষয়ে তাহিরপুর উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছেন তিনি। আশা করি শিগগিরই রাস্তাটি মেরামত করতে পারবো।

মন্তব্য করুন