ফ্রি ব্লাড ক্যাম্পেইন ২০২৫, নান্দাইলে মানবতার কল্যাণে প্রশংসনীয় উদ্যোগ

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫

 নুর মোহাম্মদ জোবায়ের হোসেন

২৫ আগস্ট রোজ সোমবার,স্থানঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার আউলিয়াপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ফ্রি ব্লাড ক্যাম্পেইন–২০২৫। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

‎ক্যাম্পেইনের উদ্বোধন করেন আউলিয়াপাড়া মাদ্রাসার সভাপতি এমদাদুল হক। এতে স্থানীয় ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করা হয় এবং রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। রক্তের গ্রুপ নির্ণয়ের কাজে সরাসরি অংশ নেন মোঃ হৃদয় মিয়া, আব্দুস সামাদ সিয়াম সরকার, মাইদা, ইয়ামিন, মামুন, তালহা, মিম্মানসহ আরও অনেকে।

‎কানাডার টরন্টোভিত্তিক সামাজিক সংগঠন CSL Community Service এ মহৎ উদ্যোগের আয়োজন করে। স্থানীয়ভাবে আয়োজিত এ ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।

‎আয়োজকরা জানান, রক্তদানের প্রতি সমাজে ইতিবাচক মনোভাব তৈরি এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। তরুণ প্রজন্মকে রক্তদানে উৎসাহিত করতেও এ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

‎সামাজিক কল্যাণে এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে স্থানীয়রা জানান, “মানবতার সেবায় রক্তদান একটি মহৎ কাজ। CSL-এর এ উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।”

মন্তব্য করুন