

নুর মোহাম্মদ জোবায়ের হোসেন
২৫ আগস্ট রোজ সোমবার,স্থানঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার আউলিয়াপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ফ্রি ব্লাড ক্যাম্পেইন–২০২৫। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন আউলিয়াপাড়া মাদ্রাসার সভাপতি এমদাদুল হক। এতে স্থানীয় ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করা হয় এবং রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। রক্তের গ্রুপ নির্ণয়ের কাজে সরাসরি অংশ নেন মোঃ হৃদয় মিয়া, আব্দুস সামাদ সিয়াম সরকার, মাইদা, ইয়ামিন, মামুন, তালহা, মিম্মানসহ আরও অনেকে।
কানাডার টরন্টোভিত্তিক সামাজিক সংগঠন CSL Community Service এ মহৎ উদ্যোগের আয়োজন করে। স্থানীয়ভাবে আয়োজিত এ ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।
আয়োজকরা জানান, রক্তদানের প্রতি সমাজে ইতিবাচক মনোভাব তৈরি এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। তরুণ প্রজন্মকে রক্তদানে উৎসাহিত করতেও এ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
সামাজিক কল্যাণে এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে স্থানীয়রা জানান, “মানবতার সেবায় রক্তদান একটি মহৎ কাজ। CSL-এর এ উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।”