সুনামগঞ্জে পুলিশের অভিযানে ফেসবুক লাইভ ব্রডকাস্টের প্রভাবে অপরাধীরা ধরার ছোঁয়ার বাহিরে।

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৫

এম সালমান আহমদ সুজন  

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ প্রতি রাতে শহরে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী ও ডেভিল অভিযান পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম।

সেই অভিযানে জনমনে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে ফেসবুক লাইভ নিয়ে, অভিযানে পুলিশের অভিযানিক দলের সাথে সরাসরি সংবাদ কর্মী একে মিলন তার ফেসবুক আইডি থেকে লাইভ সম্প্রচার করে থাকেন যার ফলে,মূল অপরাধীরা ধরা ছোঁয়ার বাহিরে থেকে যাচ্ছেন, অনবরত লাইভ সম্প্রচার করে অপরাধীদের সতর্ক করে দিচ্ছেন নাকি ডেভিলদের সহযোগিতা করছেন এমন প্রশ্নের ঘুরপাক এখন রাজনৈতিক সামাজিক অঙ্গণে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার নেতা আতিক রহমান বলেন, পুলিশ অভিযান করবে গোপনে, অপরাধী ধরার পর সাংবাদিক ভিডিও অথবা নিউজ করতে পারেন। কিন্তু আসামি ধরার আগে যদি পুলিশের অভিযানে ফেসবুক লাইভ করে সেটাতো আসলে অপরাধীদের ধরা নয় সেটা হচ্ছে ফটোসেশন করা।

পৌর জামায়াতে ইসলামীর এক নেতা বলেন অপরাধী ধরার আগে লাইভ সম্প্রচার করলে।

অনলাইনে একটিভ থাকা অপরাধীরাও লাইভ সম্প্রচার দেখে,

সহজেই ধরাছোঁয়ার বাইরে চলে যাবে তারা।

সুনামগঞ্জ পৌর বিএনপির এক নেতা বলেন

সংবাদ কর্মী মিলন একজন আওয়ামী লীগ নেতা সে সুনামগঞ্জ বাস্তহারালীগের জেলা কমিটিতে শেখ হাসিনা পতনের আগ মূহুর্ত পর্যন্ত ছিল। কিন্তু সে এখন কি ভাবে পুলিশের অভিযানে লাইভ সম্প্রচার করে সেটা আসলে সন্দেহ জনক লাইভ করে কি আওয়ামী লীগ ও মাদক কারবারিদের সহযোগিতা করছে সেটা দেখা বিষয়।

এমনটাই ব্যক্ত করেন সমাজের বিশিষ্টজনেরা অপরাধীরা আগেভাগেই সতর্ক হয়ে যায়, এবং তাদের গ্রেফতার সম্ভাবনা কমে যায়।

এই পরিস্থিতি নিয়ে সচেতন নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দাবি জানাচ্ছেন সুনামগঞ্জ পুলিশ সুপার যেন এই লাইভ ব্রডকাস্ট বন্ধ করেন।যেন অপরাধীরা আর সতর্ক হয়ে পালিয়ে যেতে না পারে।

মন্তব্য করুন