তাহিরপুরে কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২৫

এম সালমান আহমদ সুজন:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কওমি মাদরাসা ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) উপজেলার জামেয়া দারুল কুরআন মোল্লাপাড়া মাদ্রাসার হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার কওমি মাদরাসার পরিচালক, শিক্ষা সচিব, মাদ্রাসার শিক্ষকগণ সহ উপজেলার গন্যমান্য ব্যক্তিগণ অংশ নেন।

সভায় বক্তারা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে উপজেলার শিক্ষার সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ বলেন, তাহিরপুরের শিক্ষার উন্নয়নে তাঁরা সর্বাত্মক আন্তরিকতা নিয়ে কাজ করবেন। উপজেলার শিক্ষার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁরা সকলের সহযোগিতা চান।

পরিচিতি সভাটি উপস্থিতদের মধ্যে আন্তরিকতা ও সহযোগিতার নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে বলে জানিয়েছেন।

মন্তব্য করুন