

এম সালমান আহমেদ সুজন:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান মানিকের সঙ্গে মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট ২০২৫) উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার জুলাই যোদ্ধা, বীর মুক্তি যোদ্ধা, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও সামাজিক সমস্যা নিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। মুক্তিযোদ্ধারা বিশেষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণ ও প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার দাবি জানান।
ইউএনও মো. মেহেদী হাসান মানিক বলেন, তাহিরপুরের মানুষের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চান।
মতবিনিময় সভাটি উপস্থিতদের মধ্যে আন্তরিকতা ও সহযোগিতার নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।