এবার ‘মুনতাখাব আহাদিস‘ কিতাব সম্পর্কে দেওবন্দের ফতোয়া

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

পাবলিক ভয়েস: এবার “মুনতাখাব আহাদিস” কিতাব সম্পর্কে দারুল উলূম দেওবন্দ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা এসেছে।
দারুল উলূম দেওবন্দের কাছে ফতোয়া চাওয়া হয়েছে যে-
“হযরত, আমার প্রশ্ন হলো, বিভিন্ন মসজিদে মুনতাখাব আহাদিস কিতাবের তালীম করা সম্পর্কে শরিয়তের বিধান কী?
প্রশ্ন নং : 168171

উত্তরে দারুল উলূম দেওবন্দের দারুল ইফতার পক্ষ থেকে বলা হয়-

“মুনতাখাব আহাদিস গ্রন্থে হাদিসসমূহের ব্যাখ্যা নেই। যার ফলে জনসাধারণের মর্ম বুঝতে সমস্যা হবে। এজন্যে ফাজায়েলে আমল তা‘লীম করা জনসাধারণের জন্যে উত্তম হবে।”

No photo description available.


ফতোয়া নম্বর : ৬৫৭-৫৩৩/B=০৫/১৪৪০

ফতোয়াটি দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে রয়েছে।
লিংক : http://www.darulifta-deoband.com/ho…/…/Dawah–Tableeg/168171

মন্তব্য করুন