

এম সালমান আহমেদ সুজন
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, হাবিবুর রহমান ও রাশিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাবিবুরের নেতৃত্বে প্রায় ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে রাশিদ মিয়ার পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে রাশিদ মিয়া (৭০), লোকমান মিয়া (৩৫), দুলাল মিয়া (৩২), শিশু আরিফুল ইসলাম (৫), হেকমত আলী (৩৯) ও বাছির মিয়া (৫৩) গুরুতর আহত হন। পরে রাশিদ মিয়ার সমর্থকরা পাল্টা আক্রমণ চালালে হাবিবুরের পক্ষের জায়েদা (৩০), জামির আলী (২৮) ও কালা মিয়া (৩৫) আহত হন।
খবর পেয়ে ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ফাঁড়ির এএসআই মো. মোফাজ্জল হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।