

স্টাপ রিপোর্টার
তাহিরপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসানকে অবশেষে বদলি করা হয়েছে। ময়মনসিংহের ধোবাউরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে এই স্বাস্থ্য কর্মকর্তাকে। গেল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। মঙ্গলবার সুনামগঞ্জের সিভিল সার্জনকে এই প্রজ্ঞাপন পাঠানো হয়েছে।
এই চিকিৎসা কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনিক সুনামগঞ্জের খবরসহ নানা গণমাধ্যমে দুর্নীতির অভিযোগের সংবাদ প্রকাশ হয়। স্থানীয় লোকজন তাকে অপসারণের দাবি করে গেল শনিবার মানববন্ধনও করে।
পরদিন রোববার তাঁর বদলির প্রজ্ঞাপনে বলা হয়, প্রজ্ঞাপন জারির ৫ কর্মদিবসের মধ্যে দায়িত্বভার হস্তান্তর করবেন অন্যথায় ৬ দিনের দিন হতে সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, বদলির কাগজ মঙ্গলবার পেয়েছি।
প্রসঙ্গত. ডা. মির্জা রিয়াদ হাসান প্রায় চার বছর হয় ওখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ওখানে আরও প্রায় ছয় বছর মেডিকেল অফিসার ছিলেন। মাঝখানে কিছুদিন বিরতি দিয়ে দশ বছরেরও বেশি সময় হয় তাহিরপুরেই ছিলেন তিনি। তার বিরুদ্ধে অফিস চলাকালীন সময়ে রোগীদের কাছ থেকে ফি’ নেওয়া, অকারণে পরীক্ষা—নিরীক্ষা দেওয়া ছাড়াও রোগীর খাবারের টাকার অতিরিক্ত বিল করাসহ নানা অনিয়মের অভিযোগ ওঠেছিল।