সুতিয়া নদীতে সেতুর দাবিতে মুখী-বেলাববাসীর মানববন্ধন

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী শাহ মিসকিন বাজার ঘাট এলাকায় সুতিয়া নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন দুই পাড়ের বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেলে প্রায় এক ঘণ্টা চলা এই কর্মসূচিতে অংশ নেন দুই উপজেলার শত শত মানুষ।

‘আমাদের স্বপ্ন, আমাদের সেতু’এই স্লোগান সামনে রেখে মুখী ও বেলাব গ্রামের মানুষজন এ মানববন্ধনের আয়োজন করেন। স্থানীয়দের ভাষ্য, সুতিয়া নদীর একপারে গফরগাঁও আর অপরপারে ভালুকা উপজেলার হাজারো মানুষ দীর্ঘদিন ধরে একটি সেতুর অভাবে অবর্ণনীয় ভোগান্তিতে রয়েছেন। এ নদীর দুই পাড়ে রয়েছে প্রসিদ্ধ বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা। ভালুকা পাড়ের বিরুনিয়া বাজার বহু পুরনো ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত, অন্যদিকে গফরগাঁও পাড়ে রয়েছে মুখী শাহ মিসকিন মাজার, স্থানীয় বাজার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

বাসিন্দারা জানান, নদী পারাপারে এখনও খেয়া নৌকা একমাত্র ভরসা। বর্ষা মৌসুমে নৌযাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, আর শুকনা মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকোই পারাপারের একমাত্র উপায়। এতে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয়। বহু বছর ধরে সেতুর দাবি জানালেও এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

মানববন্ধনে আয়োজকরা বলেন, শান্তিপূর্ণভাবে দাবি জানানো হলেও যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তবে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী সোহাগ মিয়া, শিক্ষক নোমান আহমেদ রিয়াদ, সমাজসেবক মো. শফিক, শিক্ষার্থী হোসনা আারা প্রমুখ। বক্তারা জানান, সেতু হলে দুই উপজেলার মানুষের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্তব্য করুন