ঢাকায় ইশা’আতুল কোরআন ফাউন্ডেশনের আলোচনা সভা ও কেন্দ্রীয় কমিটি নবায়ন

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৫

ঢাকা প্রতিনিধি

ইশা’আতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ৭ম হিফজুল কুরআন প্রতিযোগিতা বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা ও ২০২৫-২০২৭ সেশনের কেন্দ্রীয় কমিটি নবায়ন করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বাদ জুমা রাজধানীর মালিবাগ হোসাফ টাওয়ার (রাজবাড়ী চিকিনী) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মুফতি মাহবুবুর রহমান জিহাদী এবং সঞ্চালনা করেন মুফতি আতিকুর রহমান। এ সময় নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান মুফতি মাহবুবুর রহমান জিহাদী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হুসাইন আহমদ রহমানী, অর্থ সম্পাদক মাওলানা মো. ইউসুফ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবি আব্দুল্লাহ তুহিন, প্রচার সম্পাদক হাফেজ কারী আবু হুরায়রা, দপ্তর সম্পাদক মুফতি জাফর আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা রিয়াজউল্লাহ এবং কেন্দ্রীয় সদস্য হাফেজ মাওলানা কারী সাজ্জাদ বিন ইউসুফ।

আলোচনা সভায় ৭ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্তব্য করুন