
পাবলিক ভয়েস: আশুলিয়ায় নয়ারহাটে বংশী নদী ভাসমান অবস্থায় জান্নাতুল ফেরদৌস ইভা (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে বাইপাইলে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালের দিকে মরদেহ দু’টি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
নিহত ইভা ঢাকা জেলার ধামরাই থানার করিম কাইম তারা গ্রামের ইয়ার হোসেন ভূঁইয়ার মেয়ে। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছেন ইভা মানসিকভাবে ভারসাম্যহীন ছিল।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আছাদুর জামান আছাদ বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি পানিতে পরে মারা গেছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে বাইপাইল এলাকার মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মরদেহ দু’টি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

