

নান্দাইলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র-জনতার বিজয় মিছিল অনুষ্ঠিত।
আকরাম হোসেন
নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি:
জুলাই-আগস্ট মাসজুড়ে গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নান্দাইল উপজেলায় ছাত্র ও জনতার উদ্যোগে একটি চামটা বাজার এলাকায় বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এসময় নান্দাইল উপজেলা বি,এন,পির আহ্বায়ক জনাব ইয়াসের খান চৌধুরী, সদস্য সচিব এনামুল কাদির এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন উপস্থিত থেকে বিজয় মিছিলটির নেতৃত্ব দেন। বৈরী আবহাওয়ার মাঝেও বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি একটি জনসমুদ্রে রূপ নেয়। মিছিলটি ময়মনসিংহ – কিশোরগঞ্জ প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের প্রত্যাবর্তনের দাবিতে উচ্চারিত হয়—
“বেগম খালেদা জিয়া জিন্দাবাদ”,
“তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে”।
মিছিলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জননেতা জনাব ইয়াসের খান চৌধুরী-কে শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীরা একত্রে স্লোগান দেন— “জননেতা ইয়াসের খান চৌধুরী জিন্দাবাদ”। এ সময় জননেতা জনাব ইয়াসের খান চৌধুরীর নেতৃত্ব ও প্রেরণার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন বক্তারা।
বক্তব্যের এক পর্যায়ে ইয়াসের খান চৌধুরী বলেন, “এই বিজয় মিছিল প্রমাণ করে — জনগণ পরিবর্তন চায়, নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি এখন জাতির মুখে মুখে।
বক্তারা বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। তারা আরও বলেন, তারেক রহমানই হচ্ছেন আগামী দিনের রাষ্ট্রনায়ক, যিনি জাতিকে একটি কল্যাণকর ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সক্ষম হবেন।
মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক ছিল।