নান্দাইলে পাথর ব্যবসায়ীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫

মোঃ আকরাম হোসেন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের তারঘাট বাজারে পাথর ব্যবসায়ীদের আয়োজনে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৬ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে তারঘাট পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা উপজেলা প্রশাসনের একতরফা নিলাম সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন। ব্যবসায়ীদের অভিযোগ, আলোচনা ও সমঝোতার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসন হঠাৎ করে চলমান ব্যবসা বন্ধ করে দেয়। এতে প্রায় ১০ থেকে ১৫ হাজার শ্রমিক ও তাঁদের পরিবারের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বৈধভাবে প্রশাসনের অনুমোদিত কাগজপত্র অনুযায়ী ব্যবসা পরিচালনা করে আসছেন তারা। হঠাৎ করে এই একতরফা সিদ্ধান্ত ব্যবসায়ী ও শ্রমিকদের জীবনে চরম বিপর্যয় ডেকে এনেছে।

বক্তারা আরও বলেন, তারা শান্তিপূর্ণভাবে ব্যবসা চালিয়ে আসছেন, এমনকি সরকারের রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস ছিল এই পাথর মোকাম। তাই তারা দ্রুত একতরফা নিলাম বাতিল করে পুনরায় ব্যবসা চালুর অনুমতি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য যে, গত ২৩ জুলাই ২০২৫ ইং তারিখে পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। এ সময় মেশিনসহ পরিবেশ দূষণে সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয় এবং নিলামের কার্যক্রম আইনগত প্রক্রিয়ায় চলমান রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ছাড়পত্র ছাড়া মেশিন চালনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে শ্রমিকদের পাথর লোড/আনলোড ও হাতে ভাঙার কার্যক্রমে কোন বাধা নেই। কোনোভাবেই শ্রমিকদের কাজ বন্ধ করা হয়নি; বরং কেবলমাত্র মেশিন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মানববন্ধনে পাথর ব্যবসায়ী, শ্রমিকসহ তারঘাট বাজার এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রশাসন যদি তাদের দাবি মানার উদ্যোগ না নেয়, তবে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন উপস্থিত বক্তারা।

মন্তব্য করুন