

আকরাম হোসেন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের হাটশিরা বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোঃ ফারুক মিয়াকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী। এ সময় তার কাছ থেকে নগদ ২৬ হাজার টাকা ও চার ভরি ওজনের একটি রুপার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
আহত ফারুক মিয়া বীর কামটখালী গ্রামের মৃত মজিবুর রহমান ও মোছাঃ সুফিয়া খাতুনের ছেলে। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২২ জুলাই ২০২৫ ইং তারিখ রাতে দেওয়ানগঞ্জ বাজার থেকে কাঁচা বাজার করে ফেরার পথে রাত আনুমানিক ৯টার দিকে হাটশিরা বাজারস্থ মিলন মিয়ার ফলের দোকানের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়।
এ ঘটনায় প্রধান আসামী হিসেবে উল্লেখ করা হয়েছে মতিউর রহমান বাবুল (৩৮), বাদল মিয়া (৩০), ইসমাইল মিয়া (২২), হাবিবুর রহমান (২০), রামিম মিয়া (২০) ও রবিউল মিয়া (২৫) সহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা। সকলেই চরকামটখালী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
অভিযোগে ফারুক মিয়া জানান, হামলার সময় ১নং আসামী বাবুল তার হাতে থাকা ধারালো রামদা দিয়ে মাথায় কোপ মারার চেষ্টা করলে তা ভ্রুর ওপরে লেগে গুরুতর জখম হয়। ২নং আসামী বাদল মিয়া লোহার রড দিয়ে ডান কাঁধে আঘাত করে। অন্যান্য আসামিরা লাঠি ও কাঠের চেলা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতরভাবে আহত করে। এছাড়াও, বাবুল তার শার্টের পকেট থেকে নগদ ২৬,০০০ টাকা এবং ইসমাইল মিয়া গলা থেকে রুপার চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ফারুক মিয়া আরও দাবি করেন, ঘটনার সময় ইসমাইল মিয়া তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। তার চিৎকারে আশপাশের স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে, পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ করেন।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আহতের পরিবারের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে নান্দাইল থানা পুলিশের পক্ষ থেকে অভিযোগটি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।