

আকরাম হোসেন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
নান্দাইল উপজেলার মধুপুর বাজার থেকে যাত্রী সেজে অটোচালককে অচেতন করে অটো রিকশা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার চরকামখালী গ্রামের মো. নওশাদ সরকারের ছোট ভাই মো. হামজা (২২) একজন পেশাদার অটোচালক। তিনি সম্প্রতি ২ লাখ ৬৫ হাজার টাকা মূল্যে একটি অটো গাড়ি (চেসিস নং: ২০২৪১০২০১৫) ক্রয় করেন এবং সেটি চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
গত ১৫ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে মধুপুর বাজার এলাকায় যাত্রী নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন হামজা। এ সময় ফারুক মিয়া (৪২), পিতা-মজিবুর রহমান, গ্রাম-বীর কামটখালী, ও আরও দুই অজ্ঞাত ব্যক্তি যাত্রী সেজে তার গাড়িতে ওঠেন। তারা হোসেনপুর উপজেলা পরিষদে যাওয়ার কথা বলেন।
হামজা তাদের সেখানে নিয়ে গেলে উপজেলা পরিষদ হলরুমের সামনে ফারুক মিয়াসহ তিনজন কথোপকথনের এক পর্যায়ে তার মুখে স্প্রে প্রয়োগ করে অচেতন করে দেয়। এরপর তার অটো রিকশা ও ১৩ হাজার টাকার একটি টাচ মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
অচেতন অবস্থায় স্থানীয় লোকজন হামজাকে উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। পরে উপজেলা প্রশাসনের সহায়তায় হামজাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।