উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে মেরামত কাজের উদ্বোধন

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫

আশরাফ আলী ফারুকী

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চলাচলের পথ আরও নিরাপদ ও ব্যবহারোপযোগী করতে দোতলায় উঠার সিড়ি মেরামত এবং টাইলস বসানোর কাজ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুনের সরাসরি তত্ত্বাবধানে এবং গফরগাঁও পৌরসভার নিজস্ব অর্থায়নে আজ মঙ্গলবার (৩০ জুলাই ২০২৫) এই সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন গফরগাঁও পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ইউএনও এন. এম. আব্দুল্লাহ আল মামুন হাসপাতালের বিভিন্ন জরাজীর্ণ ও মেরামতযোগ্য এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন, “একটি পরিষ্কার ও ব্যবহারবান্ধব হাসপাতাল পরিবেশ গড়ে তোলা সময়ের দাবি। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, “দীর্ঘদিন অবহেলিত থাকা এই হাসপাতালটিকে মানসম্পন্ন সেবা কেন্দ্রে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তা ও স্থানীয় মানুষের সমর্থনে এ কাজ বাস্তবায়ন সহজ হবে বলে আমরা আশাবাদী।

স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং পৌর কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবারও একটি কার্যকর, পরিচ্ছন্ন ও জনবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

মন্তব্য করুন