প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রকাশের তারিখ: ২৮ জুলাই ২০২৫

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫

আকরাম হোসেন নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

সম্প্রতি “নান্দাইলে নিরীহ পরিবারের বাড়িঘর ভাংচুর ও লুটপাট” শিরোনামে একটি প্রতিবেদন বিভিন্ন অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে হালিউড়া গ্রামের কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে।

উক্ত প্রতিবেদনে রুহুল আমিনসহ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও হুমকির যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর।

রুহুল আমিন ও তার পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে, এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। জমি সংক্রান্ত বিষয়টি বর্তমানে বিচারাধীন এবং এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও কোনো সহিংসতা বা লুটপাটের ঘটনা ঘটেনি।

তাছাড়া, প্রকাশিত সংবাদের একাধিক অংশে অতিরঞ্জন ও সত্যের অপব্যাখ্যা করা হয়েছে। সংবাদে শুধু একটি পক্ষের বক্তব্য প্রকাশ করা হলেও অভিযুক্তদের দিকের কোনো বক্তব্য নেয়া হয়নি, যা পেশাগত সাংবাদিকতার ন্যূনতম নীতিমালারও পরিপন্থী।

আমরা দৃঢ়ভাবে উল্লেখ করতে চাই, রুহুল আমিন বা তার পরিবারের কেউ কোনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত নয় এবং আওয়ামী লীগের নাম ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

আমরা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম এবং প্রতিবেদককে বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট তথ্য প্রকাশ না করার অনুরোধ করছি এবং এই সংবাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করছি।

প্রতিবাদকারীর পক্ষে,

রুহুল আমিন ও পরিবারবর্গ

গ্রাম: হালিউড়া, ইউনিয়ন: খারুয়া,

উপজেলা: নান্দাইল, জেলা: ময়মনসিংহ।

মন্তব্য করুন