জুলাই পদযাত্রা সম্মেলনে নান্দাইলের এনসিপি নেতাদের সক্রিয় অংশগ্রহণ — ময়মনসিংহ টাউনহল চত্বরে বিপুল জনসমাগম। 

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫

আকরাম হোসেন নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

আজ ২৮ জুলাই ২০২৫ (সোমবার) — আজ ময়মনসিংহের ঐতিহাসিক টাউনহল চত্বরে অনুষ্ঠিত হলো জুলাই অভ্যুতান স্মরণে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সম্মেলন। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এই সম্মেলনে সকাল থেকেই নানা উপজেলার জনগণের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো টাউনহল এলাকা। বৈরী আবহাওয়ার মধ্যেও হাজারো মানুষের উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

নান্দাইল উপজেলা থেকে NCP-এর নেতৃবৃন্দ ও কর্মীরা আশেকিন আলম রাজনের নেতৃত্বে শতশত মানুষের একটি বিশাল মিছিল সহকারে সম্মেলনে যোগ দেন। তাদের শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি, দলীয় পতাকা ও উদ্দীপ্ত স্লোগানে সম্মেলনস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

সম্মেলনে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ। তারা চলমান জাতীয় ও রাজনৈতিক প্রেক্ষাপটে “জুলাই অভ্যুতান”-এর তাৎপর্য তুলে ধরেন এবং আগামী দিনের করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সম্মেলনে বক্তব্য প্রদান করেন:

নাহিদ ইসলাম,

হাসনাত আবদুল্লাহ,

নাসিরউদ্দিন পাটোয়ারী,

ডাঃ তাসনিম জারা,

আশেকিন আলম রাজন সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “জুলাই অভ্যুতান কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং এটি একটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ফল। এই আন্দোলনই গণতান্ত্রিক মুক্তির পথ দেখাবে।”

তারা আরও বলেন, “দেশের প্রতিটি প্রান্তে জনতার জাগরণ এবং রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা এখন স্পষ্ট। জুলাই আন্দোলন সেই আকাঙ্ক্ষার বাস্তব রূপ।”

মন্তব্য করুন