গফরগাঁওয়ে মোবাইল কোর্টে বিদেশি মদ ও গাঁজাসহ দুইজন আটক, একজনের ছয় মাসের কারাদণ্ড

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৫

আশরাফ আলী ফারুকী 

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বিদেশি মদ ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে প্রশাসন। এর মধ্যে একজনকে ঘটনাস্থলেই ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং অপরজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই ২০২৫) রাত ৮টা ৩০ মিনিটে গফরগাঁও পৌর শহরের বুধিয়া মার্কেটের পেছনে চামড়া গুদামের ভেতরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমির সালমান রনি।

অভিযানকালে লাইসেন্সধারী দেশি মদ বিক্রেতা জাহানার আহমেদের দোকানে অনুমোদনবিহীন ব্যক্তিদের কাছে দেশি মদ বিক্রির পাশাপাশি বিদেশি মদ ও গাঁজা বিক্রির তথ্য পাওয়া যায়। সেখান থেকে মদ পরিবহনকারী মাসুদ রানা সেলিমকে হাতে-নাতে আটক করা হয়।

একই সময় অনুমোদন ছাড়া দেশি মদ সেবনের দায়ে মো. ফাহাদ নামের এক যুবককে আটক করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে মাসুদ রানা সেলিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গফরগাঁও থানায় হস্তান্তর করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

মন্তব্য করুন