

আকরাম হোসেন,নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
আজ ২ (জুলাই) রোজ বুধবার সকাল ১১ ঘঠিকার সময় কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী । কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে বক্তারা দুর্নীতিবাজ ওসি লিটনকে অবিলম্বে প্রত্যাহারসহ বিচারের দাবি জানান এবং বিক্ষোভ মিছিল করেন। এলাকাবাসীর অভিযোগ রেলওয়ে থানার ওসি লিটন মামলা বাণিজ্য বিচার প্রার্থীর সঙ্গে খারাপ আচরণ হুমকি ধামকি দিয়া টাকা আদায়সহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে ।
প্রতিবন্ধী কমলাকে থানায় আটকে রেখে তার কাছ থেকে মাসোয়ারা নেওয়ার অভিযোগ করেন তারা। তাকে দ্রুত অপসারণ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দেয় আন্দোলনকারীরা । মানববন্ধনে জেলা যুবদলের সহ-সম্পাদক ওমর ফারুক শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মিয়া গুরুদয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাহিম সাদ ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ উপস্থিত ছিলেন।
এ সময় আঠারবাড়ি এলাকার ভুক্তভোগী দ্বীন ইসলাম অভিযোগ করেন বলেন গাছ কাটা নিয়ে রেলওয়ে পুলিশ তাকে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় যেতে বলেন। তারপর রেলের মামলার ভয় দেখায় এবং ১০ হাজার টাকা ওসি লিটনকে দিলে গাছ কাটতে আর সমস্যা নেই বলে জানান ওসি লিটন। প্রতিবন্ধী কমলা বলেন আমি থানায় আসার পর আমাকে ৫ ঘন্টা জিম্মি করে রেখে টাকা দাবী করলে ৩ হাজার টাকা দিলে ওসি লিটন টাকা ছুড়ে ফেলে দেয়। তার পর আমার মেয়ের জামাই মোবাইল হতে ২ হাজার টাকা বাহির করে মোট ৫ হাজার টাকা ওসি লিটনকে দিলে ওসি লিটন বলেন আর কোন সমস্যা নাই। এ অভিযোগ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগের বিষয়ে তদন্ত চলছে তাই এ বিষয়ে কোন মন্তব্য করতে চাচ্ছি না ।