

আশরাফ আলী ফারুকী
“প্লাস্টিক দূষণ আর নয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গফরগাঁও উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালন করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গফরগাঁওয়ের উপজেলা নির্বাহী অফিসার জনাব এন. এম. আবদুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, প্লাস্টিক দূষণ বিশ্বব্যাপী এক ভয়াবহ সমস্যা। এটি পরিবেশ, প্রাণিকুল ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। আমাদের প্রত্যেককে সচেতন হয়ে প্লাস্টিক ব্যবহারে সীমাবদ্ধতা আনতে হবে এবং পরিবেশবান্ধব বিকল্প খুঁজে নিতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, পরিবেশপ্রেমী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, প্লাস্টিক ব্যবহার বন্ধ না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিষাক্ত পৃথিবী রেখে যেতে হবে, যা কখনোই কাম্য নয়।
অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় একটি সচেতনতামূলক র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দিনব্যাপী আয়োজনে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ প্লাস্টিক বর্জ্য প্রতিরোধে করণীয় বিষয়েও আলোচনা হয়।পরে উপজেলা প্রাঙ্গণে দেশীয় ফলের বৃক্ষ রোপণ করেন।
উল্লেখ্য, এবারের বিশ্ব পরিবেশ দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ছিল “Ending Plastic Pollution”, যা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়েছে“প্লাস্টিক দূষণ আর নয়।
এই আয়োজনে গফরগাঁও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।