

আশরাফ আলী ফারুকী
ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের চার দিন পর আলিফ খান (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার পাগলা থানাধীন ওয়াসিমের মৎস্য খামার থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের স্বপ্লছাপিলা গ্রামের কানন খানের ছেলে আলিফ খান গত ১৮ জুন দুপুরে বাড়ির পাশের আবুল হাসেম খান উচ্চ বিদ্যালয় মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
রোববার বিকেলে একটি তালগাছের গোড়ায় শিশুটির জামার অংশ দেখতে পান এক নারী। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানানো হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটির লাশ উদ্ধার করে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।