গফরগাঁও হেল্পলাইনের ওয়েবসাইট উদ্বোধন 

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৫

নাজমুস সাকিব 

গফরগাঁওয়ের স্বেচ্ছাসেবী সংগঠন “গফরগাঁও হেল্পলাইন” তাদের ছয় বছর পূর্তি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে নিজেদের ওয়েবসাইটের উদ্বোধন করেছে। আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে গফরগাঁও উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়েবসাইটটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন, “গফরগাঁও হেল্পলাইন একটি সংগঠনের পাশাপাশি মানবিকতার দৃষ্টান্তও রেখে যাচ্ছে। প্রযুক্তি এবং মানুষের সংযোগের এই যুগে তাদের নিজস্ব ওয়েবসাইট চালু করা একটি যুগোপযোগী এবং প্রশংসনীয় উদ্যোগ।”

নতুন ওয়েবসাইট www.gafargaonhelpline.com সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা আকরাম হুসাইন তাহসিন বলেন, “আমরা যে পথচলা শুরু করেছিলাম ছয় বছর আগে, আজ তা একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। নতুন ওয়েবসাইটের মাধ্যমে গফরগাঁওয়ের যেকোনো ব্যক্তি প্রয়োজনীয় তথ্য ও সহায়তা খুব সহজেই পাবেন ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক তাশরিফ আহমাদ। তিনি অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি গফরগাঁও হেল্পলাইনের ভবিষ্যৎ পরিকল্পনার দিকগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গফরগাঁও প্রেসক্লাবের আহ্বায়ক রুবেল মাহমুদ, এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী ফারুকী,সংগঠনের অর্থ সম্পাদক ইয়াসিন সাবেত, দফতর সম্পাদক তরিকুল ইসলাম তন্ময়, সহ-দফতর সম্পাদক শেখ ফয়সাল, সহ-অর্থ সম্পাদক নুর মোহাম্মদ আজাদী, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক জুবায়ের আকন্দসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যরা।

উল্লেখ্য, “গফরগাঁও হেল্পলাইন” দীর্ঘ ছয় বছর ধরে গফরগাঁওয়ের বিভিন্ন সামাজিক, মানবিক ও জরুরি সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে তাদের সেবাকে আরও সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর করার প্রত্যাশা করা হচ্ছে।

মন্তব্য করুন