

আকরাম হোসেন, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলাধীন ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়নে বিএনপির এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ ১৮ জুন (বুধবার) বিকেল ৫টায় জাহাঙ্গীরপুর ইউনিয়নের সিস্টুর বাজার আলিয়া মাদ্রাসা মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, “আমার পিতা মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরী এবং চাচা মরহুম খুররম খান চৌধুরী এ ইউনিয়নে রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ বহু উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন। অথচ বিগত ১৫ বছর ধরে দেশের জনগণ জুলুমবাজ সরকারের শাসনে নিপীড়িত। মিথ্যা মামলা, গুম, খুন, হত্যা, লুটপাট ও টাকা পাচার—এসবই ছিল তাদের শাসনব্যবস্থার পরিচয়। নিশিরাতের ভোটে ক্ষমতায় আসা এই অবৈধ সরকারের মন্ত্রী-এমপিরা বিদেশে গড়ে তুলেছে আলিশান বাড়ি ও সম্পদের পাহাড়।”
সম্মেলনে আরও বক্তব্য রাখেন—নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, প্রথম যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ভূঁইয়া, ওসমান গনি ভূঁইয়া গেনু, আশহাদুল হক শাহীন, সুমন সরকার, কাজী আব্দুস সাত্তার, নাজমুল হাসান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন—ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, শিল্পবিষয়ক সম্পাদক মাসুদ আলী মোড়ল, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদল সদস্য এনামুল হক আঙ্গুর, যুবদল নেতা শামীম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. বিল্লাল হোসেন, রিফাত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অনিক আহমেদ বাবুল, সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, নাজিম উদ্দিন ভূঁইয়া নাদিম, রবিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান সরকার, সদস্য সচিব শুভ, পৌর ছাত্রদল নেতা পিয়াসসহ আরও অনেকে।
সম্মেলন শেষে নেতারা ঐক্যবদ্ধভাবে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।