ঈদ পূনর্মিলনী ও মাদক পরিহার সচেতনামূলক সভা অনুষ্টিত।

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুন ৯, ২০২৫

আকরাম হোসেন, নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ 

ময়মনসিংহ নান্দাইলে গত ৮ জুন রোজ রবিবার মাগরিবের নামাজের পর নান্দাইল সিংরুইল উচ্চ বিদয়ালয় খেলার মাঠে ঢাকা বসবাসরত সিংরুইল ইউনিয়ন বাসীর উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও মাদক পরিহার সচেতনামূলক সভা অনুষ্টিত হয়। সার্বিক তও্ববধায়নে মইনুল ইসলাম ( মিল্টন) উদ্যোক্তা বক্তব্য রাখেন এবং তিনি বলেন মাদকমুক্ত সমাজের কথা, মোবাইল এর অপবেবহারের কথা. দুর্বলের উপর অত্যাচার, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা অর্থাৎ সততা প্রতিষ্ঠা করা. এই চারটি বিষয় সামাজিক জীবনে একটির চেয়ে আরেকটির গুরুত্ব কোনো অংশে কম নয়। ৪ টি দিক যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি তবে আমাদের সমাজে অপরাধমূলক কাজ যেমন ধর্ষণ বাল্য বিবাহ জুয়া খেলাসহ নানাবিধ অপরাধ থেকে মুক্তি পাবো.

সমাজের উন্নয়নে মাদকের ক্ষতিকর দিক. মাদক আমাদের সমাজে এক ভয়ঙ্কর ব্যাধি এটি শুধু ব্যক্তি ধংস করে না বরং একটি গোটা পরিবার, সমাজ এবং একটি জাতির অগ্রগতির পথ থেকে পিছিয়ে দেয়। যখন একজন তরুন মাদকের জালে জড়িয়ে পরে তখন তার জীবনের স্বপ্ন সম্ভাবনা ও অবদান সবকিছু ধ্বংস হয়ে যায়। মাদক ব্যক্তি জীবনের সবচেয়ে বড় শত্রু এটি মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট করে মানসিক ভারসাম্য হ্রাস করে এবং ধীরে ধীরে একজন মানুষকে নিঃস্ব করে তোলে. একজন মাদকাসক্ত ব্যক্তি পড়াশোনা কাজ এমনকি সম্পর্ক সব জায়গায় ব্যর্থ হয় মাদকাসক্তি বেকারত্ব অপরাধ ও সহিংসতা বাড়ায়। অনেক তরুণ মাদকের টাকা জোগান দিতে গিয়ে চুরি ডাকাতি এমনকি খুনের মতো অপরাধে জড়িয়ে পরে ফলে সমাজে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয় যা উন্নয়নের অন্যতম অন্তরায় পারিবারিক ও সামাজিক বন্ধন দুর্বল হয়। একটি পরিবারে যদি একজন সদস্য মাদকাসক্ত হয়ে পড়ে, তখন পুরো পরিবারের শান্তি নষ্ট হয় সংসারে অশান্তি আর্থিক সংকট ও সামাজিক অপরাধ জন্ম হয়।উপস্থিত ছিলেন ঈদ পূর্ণ মিলনী কমিটির আহবায়ক শহীদুল হক শাহীন, সদস্য সচিব আশহাদুল্লাহ ( উজ্জ্বল) বক্তব্য রাখেন মোহাম্মদ আলী স্যার, সাবেক প্রধান শিক্ষক, ইটনা উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ রহমত উল্লাহ স্যার সাবেক শিক্ষক, সিংরইল উচ্চ বিদ্যালয় মোহাম্মদ এমদাদুল হক ভূঁইয়া সিনিয়র শিক্ষক, হাজারীবাগ উচ্চ বালিকা বিদ্যালয়,সুলতান আহমেদ প্রধান শিক্ষক, বাকচান্দা আব্দুস সামাদ একাডেমি, মোঃ রুহুল আমিন প্রধান শিক্ষক দিলালপুর উচ্চ বিদ্যালয়, মোঃ মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সিংরইল উচ্চ বিদ্যালয়, এডভোকেট মোহাম্মদ আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,মোহাম্মদ নাজিম উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত জেলা নির্বাচন কমিশনার, নরসিংদী।

মন্তব্য করুন