

আশরাফ আলী ফারুকী
গফরগাঁওয়ে আজ এক ভিন্নমাত্রার শিক্ষা সহায়তা কর্মসূচির আয়োজন হয়। “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” প্রকল্পের আওতায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা ভাতা বিতরণ করা হয়। এতে ৯ জন ছাত্রী পেলেন নতুন বাইসাইকেল এবং ৮৫ জন ছাত্রছাত্রী পেলেন শিক্ষা ভাতার চেক।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন। তিনি শিক্ষার্থীদের হাতে সহায়তা তুলে দেওয়ার পাশাপাশি একটি অনুপ্রেরণামূলক বক্তব্য তিনি বলে৷ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা আরও গভীর। আজ যাদের হাতে আমরা বাইসাইকেল ও শিক্ষা ভাতার চেক তুলে দিচ্ছি, তারা শুধু সুবিধাভোগী নয়—তারা আমাদের আগামী দিনের সম্ভাবনা।
একজন শিক্ষার্থী যখন স্কুলে যেতে সাইকেল পায়, বা শিক্ষা সহায়তা পায়—তা শুধু আর্থিক সহায়তা নয়, এটি একটি স্বীকৃতি, একটি আত্মবিশ্বাস। এই সহায়তা যেন তাদের শিক্ষা-জীবনের পথে আরো দৃঢ় পদক্ষেপ রাখার উৎসাহ হয়ে দাঁড়ায়।
আমি বিশ্বাস করি, আজকের এই উদ্যোগ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়—বরং এটি একটি পরিবর্তনের সূচনা। আমাদের প্রত্যাশা, এই শিক্ষার্থীরাই একদিন নিজেদের মেধা ও সৎপথে দেশের জন্য অবদান রাখবে।
সরকার যে সুযোগ করে দিয়েছে, তা যেন শিক্ষার্থীরা কাজে লাগায়, নিয়মিত বিদ্যালয়ে যায়, নিজেকে গড়ে তোলে—এটাই আমাদের কামনা। আর আমরা প্রশাসনের পক্ষ থেকে সবসময় পাশে থাকব, যেন কোনো প্রতিভা পেছনে পড়ে না থাকে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সাইকেল ও চেক হাতে পেয়ে আনন্দে ভাসেন শিক্ষার্থীরা। এক ছাত্রী বলেন, “প্রতিদিন অনেক দূর হেঁটে স্কুলে যেতে হতো, এখন আর কষ্ট হবে না।
অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সরকারি এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা জাগাবে এবং ঝরে পড়া রোধে সহায়ক হবে।
এই আয়োজন শুধু একটি সহায়তা কর্মসূচি নয়, বরং এটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে আলোর বার্তা পৌঁছে দেওয়ার এক উদাহরণ হয়ে থাকবে।