

স্টাফ রিপোর্টার
গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামে এক বাড়ির গোয়ালঘরে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা গোয়ালঘরে ঢুকে দুটি গরু নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা দুলাল মিয়া জানায়, প্রতিদিনের মতো সন্ধ্যায় গোয়ালঘরে গরু বেঁধে রাতের খাবার শেষে তারা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে ঘুম ভেঙে গোয়ালঘরে গিয়ে দেখা যায় গরু দুটি নেই। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি নিশ্চিত হন।
পরবর্তীতে এলাকায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি। চুরি যাওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী।
ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলছেন, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বাড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।