সিরাজগঞ্জে যমুনার চরে মিলল দোকানির মরদেহ

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৯

পাবলিক ভয়েস: সিরাজগঞ্জের এনায়েতপুর ওরশ মেলার দোকানি আবদুর রহিমের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে যমুনার চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রহিম গোপিনাথপুর গ্রামের রওশন আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গতকাল রোববার রাতে ওরশ মেলা শেষে আব্দুর রহিম দোকান বন্ধ করে মাছ ধরতে যমুনা নদীতে যান। আজ সোমবার ভোরে স্থানীয়রা যমুনার চরে তার মরদেহ দেখতে পায়। পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ বিষয়ে এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, প্রাথমিক তদন্তে রহিমের মরদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্য করুন