
পাবলিক ভয়েস: চট্টগ্রামের নগরের ইপিজেড এলাকায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নাজমা আকতার (২২) ও আকবর শাহ থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে জেসমিন আকতার (২০) নামে এক যুবতী নিহত হয়েছেন।
আজ সোমবার (২৮ জানুয়ারি) সকালে পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।
ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর আকমল আলী রোডের ৬ নম্বর বাসায় ঢুকে সাবেক স্বামী রবিউল হোসেন নাজমা আকতারের পেটে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমা আকতারের বাড়ি বাগেরহাট জেলার মোংলা বন্দরের কুমারখালী এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
এদিকে আকবর শাহ থানাধীন সিডিএ এক নম্বর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত হন জেসমিন আকতার। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকার মো. কবির হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।