মানুষের জন্য সরকারের কোন দরদ নেই: গাজী আতাউর রহমান

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, মে ২৮, ২০২১

শিক্ষা জাতির মেরুদন্ড। কিন্তু শিক্ষা যদি হয় অটোপাশ তবে জাতি হবে মেধা শূন্য। শিক্ষার্থীরা আজ বই-খাতা রেখে জীবিকার তাড়নায় কাজে নিয়োজিত হচ্ছে। অনেকেই শিক্ষার আশা ছেড়ে দিচ্ছে। অপর দিকে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে যাচ্ছে। মাদক, ইয়াবা ও শিশু ধ্বংসাত্মক ডিভাইস তাদের নিত্য সঙ্গী হচ্ছে। এভাবে জাতিকে বোকা বানিয়ে একটি মেধাহীন প্রজন্ম তৈরি করে দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

আজ ২৮ মে শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ-এর উদ্যোগে আয়োজিত ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, করোনার অজুহাতে দুই শিক্ষাবর্ষে দীর্ঘ ৪৩৬ দিন যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দরুন প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত দেশের প্রায় সাড়ে পাঁচ কোটি শিক্ষার্থী অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। যেখানে রাষ্ট্রের সকল কার্যক্রম চলমান। গণ পরিবহন, অফিস-আদালত, কারখানা-গার্মেন্টসসহ কি খোলা নেই বাংলাদেশে! কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুললেই শুধু করোনা বাড়বে? এটি মিথ্যা অজুহাত ও রাজনৈতিক দুরভিসন্ধি। সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় ১৯ তম সাধারণ ছুটি বাড়িয়ে উপমহাদেশে সবচেয়ে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘৃণিত নজির স্থাপন করেছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির পূর্বেই বাংলাদেশে তেলের মূল্যবৃদ্ধি পেয়েছে। অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে সাধারণ মানুষের পকেট কাটছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ জনগণের চোখে পড়ছে না। সরকারের দুর্বল মনিটরিং-এর কারণে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ইঙ্গিত পেলেই উৎপাদন ও সরবরাহকারীরা পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিযোগিতায় মেতে উঠে। যা কোনভাবেই মেনে নেয়া যায় না। করোনার কারণে সাধারণ মানুষের জীবন যেখানে বিপর্যস্ত, সেখানে সিন্ডিকেটের মাধ্যমে দেশে দফায় দফায় বাড়ানো ভোজ্যতেলের দাম বাড়িয়ে জনগণকে শোষণ করা অপরিণামদর্শি খেলা বন্ধ করতে হবে। এক মাস পার না হতেই সোয়াবিন তেলের ১৩ টাকা বৃদ্ধির প্রস্তাব জনস্বার্থ বিরোধী। ভোজ্য তেলের বাজারে চলছে ব্যবসায়ীদের কারসাজি।

তিনি বলেন, সাধারণ মানুষের জন্য সরকারের কোন দরদ নেই। এজন্য সরকার সিন্ডিকেট ভেঙ্গে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না।

ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল-আমিন সোহাগ এর সঞ্চালনায় আয়োজিত ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন।

আরও বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শওকত ওসমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজিমুদ্দিন, দফতর সম্পাদক মুহাম্মাদ ওয়ালীউল্লাহ্ তালুকদার, প্রচার সম্পাদক মুহাম্মাদ তসলিম উদ্দিন রুবেল, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক এইচ এম তানজিল হাসান, যুবকল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা গোলামুর রহমান আজম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ সাদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক এইচ এম লিয়াকত হোসাইন, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা রশীদ আহমাদ, মানবাধিকার সম্পাদক মুফতী মাহমুদুল হাসান, মহিলা ও পরিবার সম্পাদক মালিক মাহমুদ, সংখ্যালঘু সম্পাদক আবু বকর, উপ-সম্পাদক কৃষিবিদ মুহাম্মাদ নাজমুল ইসলাম, আব্দুল ওয়াহাব, আব্দুল্লাহ আল মামুন, আবুল কাশেম, আল আমিন ও থানা দায়িত্বশীলবৃন্দ।

এন.এইচ/

মন্তব্য করুন