বছরের মাঝে সম্পদ কমে গেলে যাকাত দিতে হবে?

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, মে ২, ২০২১

যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোকন। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হল সালাত ও যাকাত।

কুরআন মজীদে বহু স্থানে সালাত-যাকাতের আদেশ করা হয়েছে এবং আল্লাহর অনুগত বান্দাদের জন্য অশেষ সওয়াব, রহমত ও মাগফিরাতের পাশাপাশি আত্মশুদ্ধিরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আজকের  প্রশ্ন: কারও বছরের শুরুতে নেসাব পরিমাণ মাল ছিল। বছরের শেষেও নেসাব পরিমাণ মাল আছে। তবে বছরের মাঝখানে কমে গিয়েছিল। তার কি যাকাত দিতে হবে?

উত্তর: যদি কারও কাছে বছরের শুরু ও শেষে নেসাব পরিমাণ মাল থাকে কিন্তু বছরের মাঝে কয়েক মাস কম হয়ে যায়, তবে তাকে যাকাত দিতে হবে। তবে যদি বছরের মাঝখানে সম্পদ পুরোপুরি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আগের হিসাব বাদ যাবে। পুনরায় যখন নেসাবের মালিক হবে তখন থেকে নতুন হিসাব ধরা হবে এবং তখন থেকে এক বছর অতিবাহিত হলে যাকাত ফরজ হবে।

তথ্যসূত্র: ফতোয়ায়ে শামি, খণ্ড-৩, পৃষ্ঠা-১৮৪,ফতোয়ায়ে আলমগিরি, খণ্ড-১, পৃষ্ঠা-১৭৫, হেদায়া, খণ্ড-১, পৃষ্ঠা-১৯৬, ফতোয়ায়ে উসমানি, খণ্ড-২, পৃষ্ঠা-৬২।

আইএ/

মন্তব্য করুন