

পাবলিক ভয়েস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের নির্বাচনে নৌকা মার্কায় জাল ভোট ও অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন জাসসের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি।
আজ রোববার বিকেল ৩টায় গাইবান্ধা প্রেস ক্লাবে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে তুলে এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
এ আসনে আ.লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার, জাতীয় পার্টির প্রার্থী দিলারা খন্দকার (লাঙল) ও ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু (আম), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল) এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কিন্তু বিকেলে নৌকা মার্কায় জাল ভোট ও অনিয়মের অভিযোগ এনে জাসদের প্রার্থী খাদেমুল ইসলাম খুদি সরে দাঁড়ান। একই সঙ্গে এ ভোট বর্জন করেন তিনি।
খাদেমুল ইসলাম খুদি বলেন, ভোটের শুরুতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হলেও দুপুরের পর থেকে বেশিরভাগ ভোট কেন্দ্রে সরকারদলীয় প্রার্থীর নৌকা প্রতীকে সিল মেরে বাক্স ভরে নেয়া হয়। এসব অনিয়মের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি তিনি।
গত ১৯ ডিসেম্বর ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে ৩০ ডিসেম্বর এ আসনের ভোট পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। আসনটিতে আ.লীগ, জাসদ, জাতীয় পার্টি, এনপিপি ও স্বতন্ত্রসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।