রোজা না রেখে কাফফরা দিলে হবে?

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

চলছে পবিত্র রমজান। মাহে রমজানের এই মাসে আমাদের অনেকেরই মনে নানা প্রশ্ন আসে। আমাদের আজকের প্রশ্ন হলো-

প্রশ্ন: কোনও শারীরিক সমস্যা নেই। তারপরও রোজা না রেখে শুধু ফিদয়া বা কাফফরা দিলে হবে?

উত্তর: সুস্থ ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ। কোন ফিদয়া বা কাফফারা দিলে হবে না। ফিদয়া মূলত বৃদ্ধদের জন্য, যারা দুর্বলতার কারণে রোজা রাখতে পারেন না এবং ভবিষ্যতেও রোজা রাখার শক্তিও ফিরে পাওয়ার আশা ক্ষীণ।

তথ্যসূত্র: সুরা বাকারা, আয়াত নং-১৮৪, আদ দুররুল মুখতার, খণ্ড-২, পৃষ্ঠা-৪২৭, ফাতাওয়ায়ে উসমানি, খণ্ড-২, পৃষ্ঠা-১৭৮।

মন্তব্য করুন