

ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস
আজ শনিবার (৩ এপ্রিল) মাদ্রাসা শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধিনে তাকমীলের (দাওরা হাদিস) পরীক্ষা শুরু হয়েছে।
হাইআতুল উলয়ার পেজে এক ঘোষণার মাধ্যমে জানানো হয়েছে, আগামীকাল রোববার (৪ এপ্রিল) দাওরায়ে হাদীসের তিরমিযী-১ এর পরীক্ষা যথারীতি হবে। লকডাউনের মধ্যে অবশিষ্ট পরীক্ষাগুলো গ্রহণের পদ্ধতি আগামীকাল জানানো হবে।
এদিকে দেশে গত কয়েক দিনে করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে গেছে। এমনকি গত বছরের ৮ মার্চ প্রথম দেশে করোনা শনাক্ত হলেও একদিনে শনাক্তের রেকর্ড তৈরি হয়েছে গতকাল শুক্রবার।
এই অবস্থায় আগামী সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। এ সময় দেশের অফিস, আদালত ও সব ধরনের মার্কেট বন্ধ থাকবে।