শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধের চক্রান্ত বিশ্বে নতুন সঙ্কট সৃষ্টি করবে- আইএবি

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১

শ্রীলঙ্কায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে মুসলিম মহিলাদের বোরকা পরিধান নিষিদ্ধ এবং এক হাজারেরও বেশি ইসলামিক স্কুল বা মাদরাসা বন্ধ করার সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

রবিবার (১৪ মার্চ)  এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘জাতীয় নিরাপত্তা’ ইস্যুর অজুহাতে বোরকা নিষেধাজ্ঞায় প্রস্তাব ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে শ্রীলঙ্কা সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। নেতৃদ্বয় বলেন, হিজাব বা বোরকা শরয়ী বিধান যা মুসলমানদের নারীদের জন্য ফরয। এ ফরয বিধান নিষিদ্ধের পদক্ষেপ বিশ্বে নতুন করে সঙ্কট সৃষ্টি করবে। বোরকা নিষিদ্ধ ধর্মীয় অনুভুতিতে আঘাতের শামিল। মুসলিম নারীদের স্বাধীনভাবে ধর্মচর্চায় বাধা দিয়ে শ্রীলঙ্কা সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

অপরদিকে বীরসেকেরা সরকার দেশটিতে এক হাজারের বেশি মাদরাসা বন্ধ করার পরিকল্পনা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। শ্রীলঙ্কা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এধরণের চক্রান্ত থেকে বিরত না থাকলে  বিশ্বমুসলিম ঐক্যবদ্ধভাবে শ্রীলঙ্কা সরকারের ইসলাম ও মুসলিম বিরোধী কর্মকান্ড কঠোরভাবে প্রতিহত করতে বাধ্য হবে।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন