

মাদ্রাসা শিক্ষক সাদ্দাম হোসেনের বুদ্ধিমত্তা ও সময়ানুগ পদক্ষেপের কারণে শনিবার রক্ষা পেলেন নীল সাগর আন্তঃনগর এক্সপ্রেসের প্রায় সাড়ে ৩০০ যাত্রী।
ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর ঘাটিনা গ্রামের পাশে রেলপথের একটি রেল মাঝখান থেকে ফেটে যায়।
ঘটনাটি চোখে পড়ে ঐ রেলপথ দিয়ে হেঁটে আসা সাদ্দাম হোসেনের। এ সময় স্থানীয় সাহারুল নামে এক ছেলের সহযোগিতায় তিনি বাড়ি থেকে দ্রুত একটি লাল কাপড় নিয়ে রেলপথের ওপর আড়াআড়িভাবে টানিয়ে দাঁড়িয়ে যান।
৫ মিনিট পর বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী উক্ত ট্রেনটি উল্লাপাড়া রেলস্টেশনের দিকে আসছিল। লাল পতাকা দেখে ট্রেনটি দাঁড়িয়ে যায়।
এতেই রক্ষা পায় ঐ ট্রেনের প্রায় সাড়ে ৩০০ যাত্রী। সাদ্দাম হোসেন চর ঘাটিনা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক এবং চর ঘাটিনা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।