আদর্শ জাতি গঠনে মৌলভীবাজারে নির্মিত হচ্ছে মহিলা মাদরাসা

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

মৌলভীবাজারের দক্ষিণ কমলগঞ্জের মুসলিম মেয়েদের মধ্যে মাদরাসা শিক্ষার প্রতি প্রবল আগ্রহ লক্ষণীয়। কিন্তু সে তুলনায় মেয়েদের জন্য আলাদা মানসম্পন্ন মহিলা মাদরাসার একটিও নেই। তাই আদমপুর বাজারে মুফতি খুবাইব জাহাঙ্গীরের পরিচালনায় নির্মিত হচ্ছে একটি মহিলা মাদরাসা।

আদর্শ জাতি গঠনের জন্য প্রয়োজন একজন ‘আদর্শ মা’। আর এ জন্যই প্রয়োজন পরিপূর্ণ দ্বীনি শিক্ষা। তাই এই অঞ্চলের মহিলা সমাজকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে মহিলা আলিম, ফকীহ ও ইসলাম বিষয়ে মহিলা বিশেষজ্ঞ তৈরীর লক্ষ্যে দীর্ঘদিনের প্রচেষ্টার পর মহির উদ্দিন ইসলামিয়া মহিলা মাদরাসা নামে নির্মিত হচ্ছে প্রতিষ্ঠানটি ।

মাদ্রাসার সভাপতি মাওলানা জহিরুল হক বলেন, ইসলামে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীশিক্ষার বিকল্প নেই। বিশেষ করে একটি পরিবারকে সুশিক্ষিত করে তুলতে হলে শিক্ষাক্ষেত্রে নারীকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে।

মহির উদ্দিন ইসলামিয়া মহিলা মাদ্রাসার প্রধান পরিচালক মুফতি খুবাইব আহমদ (জাহাঙ্গীর) বলেন, আলহামদুলিল্লাহ আমরা ইতোমধ্যে গত ৫ জানুয়ারি থেকে আদমপুর বাজার জামে মসজিদের একটু দক্ষিণে বর্তমান ভাড়া নিয়ে অস্থায়ী ব্যবস্থায় নাজেরা ও কিতাব বিভাগে ভর্তি কার্যক্রম চলছে।

মন্তব্য করুন