হাবিবুর রহমান মিছবাহ’র মাহফিলে হালুয়াঘাটে লক্ষাধিক লোকের সমাগম

প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১

মোমেনশাহীর হালুয়াঘাটে দেশের নন্দিত ওয়ায়েজ, মারকাযুত তাকওয়ার প্রিন্সিপ্যাল মুফতী হাবিবুর রহমান মিছবাহর মাহফিলে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে।

গত দুদিন ৬-৭ জানুয়ারি ময়মনসিংহের হালুয়াঘাটের ধারা বাজারের জামিয়া হুসাইনিয়া দারুল উলূম মাঝিয়াইল ও জামিয়া হুসাইনিয়া আদর্শ মহিলা মাদরাসার উদ্যোগে দুই দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান অতিথির বক্তব্যের সময় এ লোক সমাগম হয়।

দুইদিনব্যাপী মাহফিলের প্রথম দিন ৬ জানুয়ারী মহিলাদের জন্য খাস বয়ান ছিলো এবং দ্বিতীয় দিন (৭ জানুয়ারী) ছিলো উম্মুক্ত ওয়াজ মাহফিল।

দ্বিতীয় দিন ও মাহফিলের প্রধান বক্তা ছিলেন মুফতী হাবিবুর রহমান মিছবাহ।

তার বয়ানের সময় উপচে পড়া লোক সমাগম দেখা গেছে মাহফিলে। অনেকে ধারণা করছেন গত ৩৫ বছরের মধ্যে এ বছর সর্বোচ্চ লোক সমাগম হয়েছিলো মোমেনশাহীর হালুয়াঘাটের ধারা হোসাইনিয়া মাদরাসার মাহফিলে।

মাহফিলটির সভাপতি ছিলেন – শায়খে বালিয়া পীরে কামেল আল্লামা ইমদাদুল হক।

বক্তা হিসেবে আরও ছিলেন মাওলানা ওয়ালী উল্লাহ, (রামপূরা মাদরাসা)। মুফতী আবুল কালাম আইয়ুবী, (ঢাকা)। মুফতী আবরারুল হক ইউসুফী, (ঢাকা)। এছাড়াও মহিলাদের জন্য খাস বয়ান করেছেন – মাওলানা আবু হানিফা সিকদার, (ঢাকা)।

মাহফিলের সার্বিক বিষয় ও মুফতী হাবিবুর রহমান মিছবাহ সম্পর্কে মাদরাসার নায়েবে মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা নূর আহমাদ জানান মোমেনশাহীর ঐতিহ্যবাহী বালিয়া মাদরাসার পর অন্য কোথাও এত শ্রোতার ঢল এই প্রথম। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মাহফিলে মুফতী হাবিবুর রহমান মিছবাহকে পেয়ে।

তিনি জানান – কয়েক বছর যাবত চেষ্টা করে এবারই তাকে আনতে পেরেছি এবং তাঁর বয়ান শোনার জন্য বিভিন্ন থানার লোকজন গাড়ি রিজার্ভ করে মাহফিলে এসেছেন।

তিনি আরও জানান – মুফতী হাবিবুর রহমান মিছবাহ রাত ১০টার পর বয়ান করেন না কিন্তু আজ রাস্তায় যানজটের কারনে তাঁর আসতে আসতে রাত ১২টা বেজে যায়। তবুও প্রচন্ড শীতে লক্ষাধিক লোক তাঁর অপেক্ষায় ছিল। মাদরাসার সুবিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে এলাকার রাস্তাঘাট লোকে লোকারন্য ছিল।

প্রসঙ্গত : ব্যবসায়িক বিভিন্ন ব্যস্ততা ও নিজস্ব পারিবারিক ব্যস্ততার কারণে মুফতী হাবিবুর রহমান মিছবাহ তার মাহফিল কমিয়ে ফেলেছেন অনেক। খুব বেছে বেছে বিশেষ কিছু মাহফিল প্রোগ্রাম তিনি করছেন বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন