শ্রীপুরে আগুনে পুড়লো ৪ দোকান

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৯

পাবলিক ভয়েস: গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আগুনে ওই মার্কেটে ৪টি দোকান পুড়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় একটি মার্কেটে হাবিবুর রহমান ও সাব্বিরের দু’টি মুদি দোকান, রাজীবের একটি টেইলার্স ও ফয়েজের একটি ফার্মেসিতে আগুন লাগে।

পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কর্মীরা ও স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে ওই দোকানিদের প্রায় এক লাখ টাকা ক্ষতি হয়েছে।  বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে

মন্তব্য করুন