নবী সা.-এর কটুক্তিকারীদের মৃত্যুদণ্ডের আইন  সংসদে পাশ করা উচিত : মেয়র আরিফ

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০
নবী সা.-এর কটুক্তিকারীদের মৃত্যুদণ্ডের আইন  সংসদে পাশ করা উচিত : মেয়র আরিফ

জাহাঙ্গীর রায়হান:

মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করার দাবি জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

আজ ৬ নভেম্বর (শুক্রবার) বাদ জুমআ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে সিলেট নগরীর ৮ ও ৯নং ওয়ার্ড এবং বৃহত্তর মদিনা মার্কেট এলাকার তাওহিদী জনতার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবী জানান মেয়র আরিফ।

মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহ্বানও জানান সিসিক মেয়র।

তিনি বলেন, এই পূণ্যভূমি সিলেটসহ দেশের কিছু নাস্তিকরাও রাসূল সা-কে কটুক্তি করে কল্পকাহিনী লেখে, ওদের দমন করতে সংসদে মৃত্যুদন্ডের আইন পাশ করতে হবে। দেশে দেশে মুসলিম নিধনের প্রতিবাদে বিশ্বের সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মেয়র আরিফ।

আল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি এনামুল হক এর সভাপতিত্বে ও সিটি জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম আহমদ ও বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ধর্মবিষয়ক সম্পাদক হোসাইন আহমদ মাসুমের যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরান, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান ইলিয়াছ, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন, মাওলানা আব্দুস শহীদ ,মাওলানা হুসাইন আহমদ, মুফতী মাহবুবুল হক, মাওলানা শরিফুজ্জামান প্রমুখ।

এর আগে গত বুধবার (৪ নভেম্বর) ফ্রান্স সরকারের সঙ্গে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করার দাবি জানিয়েছেন।

সেদিন নগরীর কামরান চত্বরে (সিটি পয়েন্টে) অনুষ্ঠিত উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির আহ্বানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে একথা বলেছিলেন তিনি।

তিনি স্পষ্ট করে বলেছিলেন – সরকারকে একটি কথা বলতে চাই। এই দেশ ৯৫ ভাগ মুসলমানের রাষ্ট্র। আমাদের প্রাণপ্রিয় নবি (সা.)- ব্যঙ্গকারী রাষ্ট্র ফ্রান্সের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। অনতিবিলম্বে ফ্রান্সের সঙ্গে সব ধরণের সম্পর্ক বিছিন্ন করতে হবে। তাদেরকে সুস্পষ্ট জবাব দিতে হবে। তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, যদি না ফ্রান্স সরকার নবি (সা.)- ব্যঙ্গাত্মক ছবি সরিয়ে নেয় এবং বিশ্বের দরবারে ক্ষমা চায়।

মেয়র আরিফ বলেন, শুধু ফ্রান্সের বিরুদ্ধেই মিছিল করলে হবে না। আমাদের দেশেও যেসব ব্লগার ইসলাম ও নবির বিরুদ্ধে কটূক্তি করে তাদের বিরুদ্ধেও আমাদেরকে সোচ্চার হতে হবে।

মন্তব্য করুন