সিলেটে বিক্ষোভ কর্মসূচি সফলে ১০১ আলেমের বিবৃতি

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০

ফ্রা‌ন্সে রা‌ষ্ট্রীয় পৃষ্ঠ‌পোষকতায় হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেট উলামা প‌রিষদ বাংলা‌দেশ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল ৪ ন‌ভেম্বর বুধবার বিকাল ২টায় ঐতিহাসিক সিলেট কোর্টপয়েন্টে কর্মসূচি পালন করা হবে।

এস কর্মসূচি সফল করতে দলটির সভাপতি আল্লামা মুফ‌তি মুহিব্বুল হকসহ সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়ে সিলেটের প্রতিনিধিত্বশীল ১০১ জন আলেম বিবৃতি দিয়েছেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এ বার্তার বিবৃতিদাতারা হলেন, মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী, মাওলানা শামসুদ্দীন দুর্লভপুরী, মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী, কানাইঘাট মাদরাসা, মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মুহতামিম রেঙ্গা মাদরাসা, মাওলানা রেজাউল করিম জালালী,মাওলানা মুশতাক আহমদ খান ধনকান্দি, খতিব বন্দরবাজার জামে মসজিদ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু গহরপুরী, সহ-সভাপতি বেফাক, মুহতামিম গহরপুর মাদরাসা, মাওলানা মাসউদ আহমদ, নির্বাহী মুহতামিম শাহবাগ মাদরাসা, মাওলানা মুহসিন আহমদ, মুহতামিম কৌড়িয়া মাদরাসা,মাওলানা আব্দুল গাফফার পীর সাহেব রায়পুরী, লামারগ্রাম মাদরাসা, মুফতি আবুল হাসানজকিগঞ্জী, মাওলানা ইকবাল হুছাইন, মুহতামিম জামেয়া দারুল উলূম গোলাপগঞ্জ,মাওলানা আব্দুল হান্নান মামরখানী,মাওলানা জিলাল আহমদ, মুহতামিম শ্রীরামপুর মাদরাসা, মাওলানা মুহিবুর রহমান, মুহতামিম মুক্তিরচক মাদরাসা, মুফতি জিল্লুর রহমান কাসেমী, মুহতামিম হেমু মাদরাসা, মাওলানা রফিকুল হক থুবাঙ্গী, শাইখুল হাদিস হেমু মাদরাসা, মুফতি আতিকুর রহমান ছাতকী, মুহতামিম হাউজিং এস্টেট মাদরাসা, মাওলানা ইউসুফ সাহেব শায়খুল হাদিস হরিপুর মাদরাসা, মাওলানা হিলাল আহমদ, মুহতামিম হরিপুর মাদরাসা, মাওলানা শফিকুল হক সুরইঘাটী, মুহতামিম সুরইঘাট মাদরাসা, মাওলানা সিরাজুল ইসলাম, দারুল হুদা মাদরাসা, মাওলানা ক্বারী মুজ্জাম্মিল হুসাইন, পরিচালক কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড, মাওলানা আবুল হাসান ফয়সল, মাওলানা নুরুল হক, মুহতামিম বিশ্বনাথ মুহাম্মদিয়া মাদরাসা, মাওলানা আবু হানিফা, মুহতামিম খরিলহাট মাদরাসা, মাওলানা গাজী রহমত উল্লাহ, আলহাজ্ব মাওলানা এমরান আলম, হাফিজ মাওলানা আতিকুর রহমান,মাওলানা আহমদ সগীর,সুবহানীঘাট মাদ্রাসা, মাওলানা সিদ্দিকুর রহমান, নির্বাহী মুহতামিম হাড়িকান্দি মাদরাসা, মাওলানা হাবিব আহমদ শিহাব, সভাপতি ইমাম সমিতি সিলেট, মাওলানা আবুল হাসান চতুলী, চেয়ারম্যান বড়চতুল ইউনিয়ন পরিষদ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মুফতি রশিদ মকবুল, মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবীরী,মাওলানা নুরুল ইসলাম নদভী, মুহাদ্দিস শ্রীরামপুর মাদরাসা, মাওলানা তালিব উদ্দিন,রেঙ্গা মাদরাসা, মুফতী মুহাম্মদ মাহবুবুল হক,মাওলানা মীম সুফিয়ান, মুফতী জাকারিয়া আহমদ,মাওলানা সাদিকুর রহমান,মাওলানা মাসুম আহমদ কৌড়িয়া,মাওলানা রেজাউল হক,মুফতী আব্দুল আহাদ,মুফতী সৈয়দ নাছির উদ্দিন আহমদ,মুফতী জাকারিয়া জাকির,মুফতী ফজলে হক,মাওলানা নাজমুল ইসলাম,মাওলানা সাইফুল আলম, মাওলানা আব্দুল আলীম বিন ইদ্রিস,মাওলানা ইমরান হুসাইন,হাফিজ মাওলানা জিয়াউর রহমান,হাফেজ মাওলানা মাহমুদুল হাসান,মুফতি মুশতাক ফুরকানী,মাওলানা রফিক আহমদ মহল্লী,মাওলানা আব্দুল হামিদ মাহবুব,মাওলানা আব্দুস সালাম,মাওলানা আবুবকর সিদ্দিক সরকার,মুফতি আজমল হুসাইন,মুফতি আবুল হোসেন,মাওলানা শাকির আহমদ,মাওলানা মুর্শেদ আলম,মুফতি আবু বকর,মুফতি আব্দুল মুনিব,মাওলানা হাব্বান আহমদ, মাওলানা কামালুদ্দীন,মাওলানা আশরাফ আলী, মুফতি আবিদুর রহমান, মাওলানা ইমদাদুল হক,মাওলানা আবিদুর রহমান,মাওলানা মুফতি হামিদুর রহমান,মাওলানা সালেহ আহমদ, মাওলানা শফি উদ্দিন,মাওলানা খালেদ আহমদ,
মাওলানা আসরার আহমদ,মাওলানা ফরহাদ কুরেশী,মাওলানা সৈয়দ আবিদুর রহমান, মাওলানা বুরহান আহমদ, মাওলানা আব্দুর রশিদ,মাওলানা মিজানুর রহমান,মাওলানা রিয়াজ উদ্দীনসহ সিলেটের বিশিষ্ট আলেমরা।

আই.এ/

মন্তব্য করুন