

বাংলাদেশ কওমি মাদ্রাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০ টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
আল-হাইআতুল উলয়ার ফেসবুক পেজে জানানো হয়েছে, সভার শুরুতে সাবেক চেয়ারম্যান মরহুম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী সাহেব (র.) এর মাগফিরাত ও রফয়ে দারাজাতের জন্য দোয়া হয়।
দোয়া শেষে নবনির্বাচিত চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সাহেব দায়িত্বভার গ্রহণ করেন। তার দায়িত্ব গ্রহণে আল-হাইআতুল উলয়ার সদস্যগণ তাকে মুবারকবাদ জানান এবং তার সাফল্য কামনা করেন।
এ সভায় অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি ১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দের দাওরায়ে হাদীসের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
এবারের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হবে মঙ্গলবার, ৩০ মার্চ। শেষ হবে ৮ এপ্রিল বৃহস্পতিবার।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস