

দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন-১৯ (আইডিএ) থেকে আগামী তিন বছরে ৫০০ কোটি ডলার ঋণ চাইবে বাংলাদেশ।
এছাড়া সরকার অর্থনীতিতে করোনা ভাইরাসের (কভিড-১৯) প্রভাব মোকাবিলায় চলতি (২০২০-২১) অর্থবছরে ৫০০ মিলিয়ন ডলার বরাদ্দ নিশ্চিত করার অনুরোধ করবে বিশ্ব ব্যাংকের কাছে।
করোনা ভাইরাসের ভ্যাকসিন কেনার জন্য সরকার আরও বিভিন্ন ঋণদানকারী সংস্থার কাছে প্রস্তাব দেবে।
অর্থের সংস্থান করতে এসব আবেদন বা অনুরোধ করা হবে চলতি বছরের ১৬ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিতব্য বিশ্ব ব্যাংক-আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ভার্চুয়াল বার্ষিক সভায়।
বিশ্ব ব্যাংকের বার্ষিক বৈঠকের সময় দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য পদায়নকৃত বিশ্ব ব্যাংকের ভাইস-প্রেসিডেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হওয়ার আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ বিষয়ে অর্থনৈতিক সর্ম্পক বিভাগের (ইআরডি) একজন অতিরিক্ত সচিব বলেন, “বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে এবং দারিদ্র্য বিমোচনের জন্য বিপুল বিনিয়োগ দরকার। এজন্য অর্থমন্ত্রী বিশ্ব ব্যাংকের সভায় ৪ দশমিক ৫ থেকে ৫ বিলিয়ন ডলার চাইবেন। ”
পাশাপাশি অর্থমন্ত্রী ডেভলপমেন্ট পলিসি ক্রেডিট-৩ (ডিপিসি) বাস্তবায়নের জন্য ২৫০ মিলিয়ন ডলারসহ নতুন বাজেটের সহায়তা হিসেবে ২৫০ মিলিয়ন ডলার চাইবেন।
আই.এ/