

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজন কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা থেকে যাত্রীবাহি বাস খুলনা আসার পথে ডুমুরিয়া বাজার মহিলা কলেজ এলাকায় মাহেন্দ্র’র সাথে এ সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার সাজিয়ারা গ্রামের মাহেন্দ্রা চালক আমিনুল ইসলাম (৫৫) এবং গাড়ির যাত্রী একই উপজেলার সাহস গ্রামের মিজানুর রহমান শেখ (৬০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সাতক্ষীরা জেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস খুলনায় আসার পথে ডুমুরিয়া বাজারের নিকট মহিলা কলেজ এলাকায় মাহেন্দ্রর সঙ্গে সংঘর্ষ হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সড়কের বিপদজনক বাঁকে যাত্রী নিয়ে মাহেন্দ্রটি হাইওয়েতে ওঠার সময় দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আমিনুল ও মিজানুর। দুর্ঘটনায় আহত আরেকজনের অবস্থাও আশংকাজনক।##
এনএইচ/